Breaking News

পাঁচ ওয়াক্ত ফরয সালাতের সময় সীমা সমূহ


ইসলামের দ্বিতীয় স্তম্ভের অন্যতম সালাত। এ সালাত শুদ্ধভাবে  আদায় করতে হলে কতকগুলো বিধান মেনে চলতে হয়। তাই সালাত শুদ্ধভাবে আদায়ের জন্য পাঁচ ওয়াক্ত সালাতের ফরয  সময়সীমা সম্পর্কে নিম্নে আলোচনা করা হল।

পাঁচ ওয়াক্ত ফরয সালাতের সময় সীমাঃ
ফরয সালাতের সময়সীমা নিয়ে ইমামদের মাঝে মতভেদ রয়েছে। নিম্ন ইমামগণের মতভেদসহ ফরয সালাতের সময় সীমা পর্যায়ক্রমে পেশ করা হল।


ফজরের সালাতের সময় সীমাঃ ইমামগণের সর্বসম্মতিক্রমে ফজরের সালাতের সময় সুবহে সাদিক হতে শুরু হয়ে সূর্যোদয় পর্যন্ত অবশিষ্ট থাকে।
তবে ইমাম মালিক (র) এর মতে, ফজরের সালাতের শেষ সীমা; সূর্যোদয় পর্যন্ত নয়।


যোহরের সালাতের সময় সীমাঃ সূর্য পশ্চিমাকাশে হেলে গেলে যোহরের ওয়াক্ত শুরু হয়। তবে যোহরের শেষ সময় সম্পর্কে ইমামগণের মাঝে মতভেদ রয়েছে। যেমন-

ক) ইমাম শাফেয়ী (র) বলেন, প্রত্যেক বস্তুর মুলছায়া ব্যতীত বর্ধিত ছায়া তার সমান হলে যোহরের ওয়াক্ত শেষ হয়।
খ) ইমাম আবু হানিফা (র)  এর মতে, বস্তুর মুলছায়া ব্যতীত ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত যোহরের ওয়াক্ত বাকি থাকে।

আসরের সালাতের সময় সীমাঃ উপরোল্লিখিত যোহরের সালাতের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে আসরের সালাতের ওয়াক্ত শুরু হয়। তবে এর শেষ সময় সম্পর্কে মতানৈক্য বিদ্যমান। যেমন-

ক) সুফিয়ান সাওরী (র) প্রমুখ এর মতে, সূর্যের রং হলুদ হওয়ার আগ পর্যন্ত আসরের ওয়াক্ত বাকি থাকে।
খ) ইমাম আবু হানিফা, শাফেয়ী (র) সহ জমহুর ওলামার মতে, সূর্যাস্ত পর্যন্ত আসরের ওয়াক্ত বাকি থাকে।


মাগরিবের সালাত এর সময়সীমাঃ সূর্যাস্ত হলেই মাগরিবের সালাতের ওয়াক্ত শুরু হয় আর এর শেষ সময় সম্পর্কে মতভেদ রয়েছে। যেমন-
ক) ইমাম আবু হানিফা (র) এর মতে, শাফাক বা পশ্চিম আকাশের লালিমা দূরীভূত না হওয়া পর্যন্ত মাগরিবের সালাত এর সময়সীমা অবশিষ্ট থাকে।
অর্থাৎ শাফাক তথা লালিমা দূরীভূত না হওয়া পর্যন্ত মাগরিবের সালাত এর সময়।

উল্লেখ্য, শাফাক এর সংজ্ঞা নিয়ে ইমামগণের মাঝে মতভেদ পরিলক্ষিত হয়। যেমন-
১। ইমাম আবু হানিফা (র) বলেন, পশ্চিম আকাশে লাল লেখার পর যে সাদা রেখা দেখা যায়, তাই শাফাক।
২। সাহেবাইন বলেন, সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে লালিমা পরিলক্ষিত হয়, তাকে শাফাক বলে। এখানে সাহেবাইন এর মতের উপরই ফতুয়া।

খ) ইমাম শাফেয়ী রহমাতুল্লাহ এর মতে, সূর্যাস্তের পর আযি্‌ ওযু এবং পাঁচ রাকাত সালাত আদায় করতে যত সময় লাগে, এ সময় পর্যন্ত মাগরিবের ওয়াক্ত বাকি থাকে।

এশার সালাতের সময় সীমাঃ এশার সালাতের সময় শাফাক বিদুরিত হওয়ার পর হতে আরম্ভ হয় এবং সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত এর সময় বাকি থাকে।

অবশ্য মধ্যরাতের পর এশার সালাত আদায় করা মাকরুহ। তবে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করা মুস্তাহাব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''যদি আমার উম্মতের উপর কঠিন মনে না করতাম, তবে অবশ্যই এশার সালাত আমি রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করে আদায় করতাম''

আমাদের সকলের উচিত নামাযের সময়সমুহ যথাযথভাবে মেনে চলা।


No comments