পাঁচ ওয়াক্ত সালাতের মুস্তাহাব মাক্রুহ ও নিষিদ্ধ সময়সীমা
আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করি । তাই আমাদের সেই পাঁচ ওয়াক্ত নামাযের মুস্তাহাব,মাক্রুহ ও নিসিদ্ধ সময়সীমা সম্পর্কে জানা জরুরী। নিম্নে পাঁচ ওয়াক্ত সালাতের মুস্তাহাব, মাক্রুহ ও নিষিদ্ধ সময়সীমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
পাঁচ ওয়াক্ত সালাতের মুস্তাহাব সময়ঃ পাঁচ ওয়াক্ত সালাতের মুস্তাহাব সময়সীমা সমূহ নিম্নরূপ-
১। ফযরঃ
ক) ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ- এর মতে, ফজরের সালাত এমন সময় শুরু করা মুস্তাহাব
যখন রাতের অন্ধকার বিদূরিত হয়ে দিনের আলো ফুটে উঠতে শুরু করে।
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী অর্থাৎ তোমরা ফজরের সালাত আলোকিত হলে আদায় কর। কেননা এটা পুরস্কারের জন্য বড়।
খ) ইমাম শাফেয়ী রহমাতুল্লাহ এর মতে, অন্ধকারে ফজরের সালাত আদায় করা মুস্তাহাব।
২। যোহরঃ
ক) ইমাম আবু হানীফা (র) এর মতে, গ্রীষ্মকালে যোহরের সালাত দেরি করে এবং শীতকালে তাড়াতাড়ি আদায় করা মুস্তাহাব।
খ) ইমাম শাফেয়ী রহমাতুল্লাহ এর মতে, সর্বাবস্থায় যোহরের সালাত তাড়াতাড়ি আদায় করা মুস্তাহাব।
৩। আসরঃ
ক) ইমাম শাফেয়ী, মালেক ও আহমদ (র) বলেন, আসরের সালাত আদায় করা মুস্তাহাব।
খ) ইমাম আবু হানিফা, আবু ইউসুফ ও মুহাম্মদ (র) এর মতে, সূর্য লাল রং ধারণ করার পূর্বে শেষ ওয়াক্তে আসরের সালাত আদায় করা মুস্তাহাব।
৪। মাগরিবঃ এ ব্যাপারে সকল ইমাম একমত যে, মাগরিবের সালাত তাড়াতাড়ি আদায় করা মুস্তাহাব। তবে কেউ কেউ ফরজ বলেছেন।
৫। এশাঃ এশার সালাত রাতের এক-তৃতীয়াংশের পর আদায় করা মুস্তাহাব।
পাঁচ ওয়াক্ত সালাতের মাকরুহ সমূহঃ পাঁচ ওয়াক্ত সালাতের মাক্রুহ ওয়াক্তসমূহ নিম্নরূপ-
১। ফজরের সালাতের পর সূর্যোদয় পর্যন্ত।
২। আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তবে এ দু'সময় কাযা সালাত আদায় করা যাবে।
৩। সুবহে সাদিকের পর দুই রাকাত সুন্নাত ব্যতীত অন্য কোন সালাত আদায় করা।
৪। সূর্যাস্তের পর মাগরিবের সালাত আদায়ের পূর্বে অন্য যে কোন সালাত আদায় করা।
৫। মধ্যরাতের পর এশার সালাত আদায় করা।
পাঁচ ওয়াক্ত সালাতের নিষিদ্ধ সময় সমূহঃ
সালাত আল্লাহর সন্তুষ্টির জন্য হলেও এমন কিছু সময় আছে যখন সালাত আদায় করা নিষিদ্ধ।
যেমন-
১। সূর্যোদয়ের সময় সালাত আদায় করা নিষিদ্ধ।
২। ঠিক দ্বি-প্রহরের সময় সালাত আদায় করা নিষিদ্ধ।
৩। যখন সূর্য অস্ত যায়, তখন সালাত আদায় করা নিষিদ্ধ।
তাই সালাত সংক্রান্ত উল্লেখিত বিধানাবলীর যথাযথ অনুসরণ করে একে যথাসময়ে আদায় করা আমাদেরে প্রতিটি মুমিনের কর্তব্য।

No comments