সালাতের ওয়াজিব ও মুস্তাহাব সম্পর্কে বিস্তারিত জেনে রাখুন
গত দু'টি পোস্টে আমরা জেনেছিলাম, সালাতের ফরয ও সুন্নাত সমূহ। আর আজকের পোস্টে আমরা জানবো সালাতের ওয়াজিব ও মুস্তাহাব সমুহের বর্ণনা।
সালাতের ওয়াজিব সমূহঃ ফোকাহায়ে কেরামের বর্ণনানুযায়ী সালাতের ওয়াজিবসমূহ উপস্থাপন করা হলো-
১। সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া। যেমন হাদিসে এসেছে- সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না।
২। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা অথবা বড় এক আয়াত কিংবা ছোট তিন আয়াত মিলানো।
৩। সালাতের আহকাম গুলো তারতিবসহ আদায় করা। যেমন- কিয়াম বা দাঁড়ানোর পরে রুকু করা এবং রুকুর পর সেজদা করা।
৪। প্রথম বৈঠক করা।
৫। উভয় বৈঠকে তাশাহুদ পড়া।
৬। ফরয সালাতের প্রথম দু'রাকাতে সুরা মিলিয়ে পড়া। অন্য সকল সালাতে প্রত্যেক রাকাতে ফাতিহার পর সূরা মিলানো।
৭। তা'দিলে আরকান করা। অর্থাৎ রুকু, সেজদা ইত্যাদি ধীরস্থির এবং পূর্ণভাবে আদায় করা।
৮। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাত শেষ করা। ইমাম শাফেয়ি রহমাতুল্লাহ এর মতে, সালাম দ্বারা সালাত শেষ করা ফরজ।
৯। বিতরের সালাতে দোয়া কুনুত পড়া।
১০। দু'ঈদের সালাতে দ্বিতীয় রাকাতে রুকুর পূর্বে ছয় তাকবীর আদায় করা।
১১। যে সালাতে উচ্চস্বরে কেরাত পড়ার নির্দেশ রয়েছে, সে সালাতে উচ্চস্বরে কেরাত পড়া।
১২। যে সালাতে আস্তে আস্তে কেরাত পড়ার নির্দেশ রয়েছে, সে সালাতে আস্তে কেরাত পড়া।
১৩। শেষ বৈঠকে তাশাহুদ পড়া।
ওয়াজিব নামাজ সমূহের হুকুমঃ
উপরোক্ত বিষয়গুলো ভুলবশত তরক হলে তা সাহু সেজদা দ্বারযদ মাফ হয়ে যায় এবং সালাত আদায় হয়; কিন্তু ইচ্ছাকৃত ভাবে পালন না করলে সালাত আদায় হবে না। আর এ ওয়াজিব বর্জনকারী শাস্তিযোগ্য হবে; কিন্তু অস্বীকারকারী কাফের হবে না।
সালাতের মুস্তাহাব সমূহঃ সালাতের মুস্তাহাব সমূহ নিম্নরূপ-
১। পুরুষ যদি চাদর প্রভৃতি গায়ে দিয়ে থাকে, তাহলে তাকবীরে তাহরীমার জন্য হাত উঠানোর সময় হাত চাদর থেকে বাইরে বের করা মুস্তাহাব। তবে স্ত্রীলোকদের জন্য হাত বের না করে তাকবীরে তাহরীমা বলা মুস্তাহাব।
২। সালাতে দণ্ডায়মান অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দু'পায়ের উপর, জালসা বা বৈঠকের সময়ে দু'হাটু বা বুকের দিকে এবং সালাম ফিরানোর সময় দু'কাধের দিকে দৃষ্টি রাখা মুস্তাহাব।
৩। মুসল্লি একাকী সালাত পড়লে রুকু এবং সিজদায় তিনবারের বেশি তাসবিহ পড়া।
৪। হাঁচি-কাশি যতদূর নিয়ন্ত্রণে রাখা যায় তার চেষ্টা করে সালাত শেষ করা।
৫। হাই এলে মুখ বন্ধ রাখার চেষ্টা করা। মুখ খুলে গেলে দাঁড়ানো অবস্থায় ডান হাত দিয়ে এবং অন্যান্য অবস্থায় বাম হাতের পিঠ দিয়ে মুখ ঢেকে রাখা মুস্তাহাব।
হুকুমঃ সালাতের এ মুস্তাহাব সমূহ আদায় করলে সাওয়াব আছে, তবে না করলে তেমন কোনো অপরাধ বা গুনাহ নেই।

No comments