কোরআনের আলোকে জেনে নিন প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য সমূহ কি কি
মানুষ সামাজিক জীব। আর সমাজ জীবনে মানুষ একে অপরের সাথে মিলেমিশে চলবে এটাই স্বাভাবিক। তাই কুরআন ও হাদীসে প্রতিবেশীর অধিকার এর ব্যাপারে অত্যধিক গুরুত্ব প্রদান করা হয়েছে।
প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্যঃ বিপদাপদে অতি সহজে সহযোগিতার হাত বাড়ানোর একমাত্র কাছের লোক হল প্রতিবেশী। এজন্য ইসলামে প্রতিবেশীর হক এর ব্যাপারে অত্যধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। নিম্নে তা আলোচনা করা হলো-
১। নিরাপত্তা প্রদানঃ প্রতিবেশীকে নিরাপদে বসবাস করার অধিকার দিতে হবে। সুতরাং তাকে হাত কিংবা মুখ অথবা অন্য কোন উপায়ে কষ্ট দেয়া যাবে না।
২। খাদ্য প্রদানঃ প্রতিবেশী অভুক্ত থাকলে তার খাদ্যের ব্যবস্থা করতে হবে। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি প্রতিবেশীর খাদ্যের ব্যবস্থা না করা হয়, তাহলে গুনাহগার হতে হবে।
৩। হাদিয়া প্রদানঃ একে অপরকে উপহার প্রদানের মাধ্যমে সম্পর্কের উন্নতি হয়। তাই মহানবী সঃ প্রতিবেশীদের পরস্পর পরস্পরকে উপহার প্রদানের নির্দেশ দিয়ছেন।
৪। মান সম্মান রক্ষা করাঃ কোন প্রতিবেশী যদি ভুলবশত কিংবা অনিচ্ছাকৃতভাবে কোন অপরাধ করে ফেলে, তাহলে অবশ্যই সে দোষ গোপন করে প্রতিবেশীর মান সম্মান রক্ষা করতে হবে।
৫। প্রতিবেশীকে সাহায্য করাঃ প্রতিবেশীকে সুখে দুঃখে সাহায্য সহযোগিতা করা অপর প্রতিবেশীর নৈতিক দায়িত্ব। বিশেষ করে প্রতিবেশী যখন বিপদে পড়ে যায়,তখন তার সাহায্যে এগিয়ে যাওয়া উচিত।
৬। সদ্ব্যবহার করাঃ ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। এ ধর্মের মূলনীতি হলো পরস্পরের প্রতি সদ্ব্যবহার করা। আর এ দায়িত্বটি প্রতিবেশীর প্রতি অধিক জরুরি।
৭। সম্মান করাঃ প্রতিবেশীকে সম্মান করা অপর প্রতিবেশীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ অপরকে সম্মান করলে নিজে সম্মান লাভ করতে পারে।
৮। কষ্ট না দেয়াঃ প্রতিবেশীদের মধ্যে কেউ ধনী কেউ গরিব হতে পারে। এ সুযোগে দুর্বল প্রতিবেশীকে কথা ও কাজে কোন ভাবে কষ্ট দেয়া যাবে না।
৯। আনন্দে অংশগ্রহণঃ প্রতিবেশীর কোন বিবাহ অনুষ্ঠান কিংবা অন্য কোনো আনন্দদায়ক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা উচিত।
১০। অসুস্থ অবস্থায় সেবা করাঃ কোন প্রতিবেশী অসুস্থ হলে দ্রুত তার আরোগ্য লাভের জন্য দোয়া করা এবং সরাসরি তার সেবা-শুশ্রূষা করা আবশ্যক।
১১। সাক্ষাতে সালাম বিনিময়ঃ প্রতিবেশীর সাথে সাক্ষাত হলে প্রতিযোগিতামূলক তাকে সালাম বিনিময় ও কুশলাদি জিজ্ঞেস করা উচিত।
১২। প্রতিবেশীর মৃত্যুতে সমবেদনা জ্ঞাপনঃ কোন প্রতিবেশী মারা গেলে অপর প্রতিবেশীর অন্যতম দায়িত্ব হলো , তার জানাজায় শরিক হওয়া ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো।
১৩। তরকারি দেয়াঃ ইসলাম মানবতার ধর্ম। তাই এ ধর্মের ঘোষণা হলো, তোমরা যখন তরকারি রান্না করবে, তখন সেখান থেকে অবশ্যই প্রতিবেশীর ঘরেও কিছু পৌঁছাবে।
১৪। তুচ্ছ মনে না করাঃ কোন ব্যক্তি তার প্রতিবেশীকে তুচ্ছ মনে করবে না। প্রতিবেশী তার অবস্থা অনুযায়ী যা দিয়ে আপ্যায়ন করবে তাই সাদরে গ্রহণ করবে।
১৫। অগ্রাধিকার দেয়াঃ প্রতিবেশীকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অগ্রাধিকার দেয়া অন্য প্রতঃবেশির একান্ত কর্তব্য।
১৬। আপন করে নেয়াঃ পাশের ঘর কিংবা বাড়ির অধিবাসীকে একান্ত আপন হিসেবে গ্রহণ করা উচিত। তারা যদি অধিকার মনে করে তোমার সীমানায় এসে খুটিও গেড়ে ফেলে তবুও বাধা দেয়া যাবে না।
১৭। মঙ্গল কামনা করাঃ উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় প্রতিবেশীর মঙ্গল কামনা করা আল্লাহর অনুগ্রহ লাভের অন্যতম মাধ্যম।
১৮। ঝগড়া বিবাদ না করাঃ ভুল মানুষের হতেই পারে। এ ভুল কে খুব বড় করে না দেখে ক্ষমার মানসিকতা প্রদর্শন করতে হবে। অযথা ঝগড়ায় জড়িয়ে পড়া ঠিক নয়।
১৯। পাশের প্রতিবেশী কে অগ্রাধিকার দেয়াঃ অনেক বেশি কাছাকাছি থাকলে যার ঘর অধিক নিকটে হবে, হাদিয়া তহফার ক্ষেত্রে তাকে প্রাধান্য দিতে হবে।
২০। প্রতিবেশীর হক এর প্রতি যত্নবান হওয়াঃ আল্লাহর হক এবং পিতা-মাতার হক আদায়ের পর প্রতিবেশীর হক এর প্রতি গুরুত্ব দিতে হবে। একজন প্রতিবেশীই আরেকজন প্রতিবেশীর ভালো-মন্দ হওয়ার ব্যাপারে যথাযোগ্য দলিল। প্র
প্রতিবেশীদের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করলে আজকের এ অশান্ত পৃথিবী শান্তিতে ভরপুর হতে বাধ্য থাকবে। তাই তাদের প্রতি যত্নবান হওয়া উচিত।

No comments