জেনে নিন তাওহীদ তথা একত্ববাদের উপকারিতা সমূহ
তাওহীদের উপকারিতাঃ
তাওহীদের ইহকালীন ও পরকালীন অনেক উপকারিতা রয়েছে। নিম্নে কয়েকটি উপকারিতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো---
১। ইহ ও পরকালীন নানা ধরনের বিপদ আপদ, দুঃখদুর্দশা থেকে পরিত্রাণলাভের প্রধান অবলম্বন হচ্ছে তাওহীদ।
২। তাওহীদ বান্দার চিরজাহান্নামী হওয়ার পথ রোধ করে, যদি তার অন্তরে সরিষা পরিমাণ তাওহীদও বিদ্যমান থাকে। আর যদি তার অন্তর পরিপূর্ণ ভাবে তাওহীদের অনুসারী হয়, তাহলে তা সম্পূর্ণরূপে বান্দার জন্য জাহান্নামের পথ রোধ করে।
৩। তাওহিদে বিশ্বাসী হেদায়েত প্রাপ্ত হয় এবং দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ নিরাপত্তা লাভ করে।
৪। তাওহীদ বান্দাহর জন্য সৎ কাজ করার পথ সুগম করে। অন্যায় কাজ পরিহার করতে সহায়তা দান করে এবং বিপদাপদে সান্তনা যোগায়।
৫। তাওহীদ বান্দার দুঃখ দুর্দশা ও কষ্ট লাঘব করে। বান্দা তাওহীদ ও ঈমানের পূর্ণতা অনুযায়ী দুঃখ কষ্ট ও ব্যথা বেদনাকে উদার চিত্তে এবং প্রশান্ত মনে গ্রহণ করে নেয়। সাথে সাথে আল্লাহর দেয়া ভাগ্যলিপির দুঃখ দুর্দশা কে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়।
৬। তাওহীদ বান্দাকে মাখলুকের দাসত্ব, মাখলুকের সাথে অবৈধ সম্পর্ক, তার প্রতি ভয়, তার কাছ থেকে কিছু পাওয়ার আশা এবং তারই উদ্দেশ্যে কাজ করা ইত্যাদি থেকে মুক্তি দান করে। এর দ্বারাই বান্দা আল্লাহ তা'আলাকে ইলাহ এবং মাবুদ হিসেবে মেনে নিয়ে প্রকৃত গোলামে পরিণত হয়।
৭।বান্দার যাবতীয় প্রকাশ্য ও গোপনীয় ইবাদত আল্লাহর কাছে গৃহীত হয় এবং এর জন্য সে বিনিময় লাভ করে।
৮। তাওহীদ বান্দার হৃদয়ে যখন পরিপূর্ণতা লাভ করে এবং পূর্ণ আন্তরিকতার সাথে অন্তরে প্রতিষ্ঠা হয়, তখন তার অল্প আমলে অধিক সওয়াবের কারন হয়। তার কথা ও কাজের সওয়াব সীমা ও সংখ্যার হিসাব ছাড়াই বৃদ্ধি পেতে থাকে।
৯। আল্লাহ তাআলা তাওহীদবাদীদের উপর থেকে দুনিয়া ও আখেরাতের অনিষ্ট ও অকল্যাণ দূর করে দেন এবং উত্তম ও শান্তিময় জীবন দান করেন। এর ফলে আল্লাহ তা'আলাকে স্মরণ করার মাধ্যমেই তারা শান্তি লাভ করে।
১০। তাওহিদে বিশ্বাসের ফলে প্রতিটি মানুষ, জীবজন্তু,পশুপাখি তার থেকে নিরাপত্তা লাভ করে। আল্লাহর সকল সৃষ্ট বস্তুকে সে ভালবাসতে শিখে এবং অনর্থক কাউকে কষ্ট দেয় না।
মোটকথা গোটা ইসলামী ব্যবস্থাপনায়ই তাওহীদের ধারণা ও বিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।তাই মানব জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলতাদানে তাওহীদের শিক্ষা অনস্বীকার্য।

No comments